মোদের কর পূণ্যময়

       মোদের কর পূণ্যময়
       ইবনে মনির হোসেন

রাব্বি, জিদনি, ইলমা, আল্লাহ তুমি মেহেরবান,
শিক্ষা, শক্তি, সুস্বাস্থ্য জ্ঞান, আমায় কর দান।
তোমার দয়া বীনে যেন আমি পেরেশান,
আমি যেন আমার মাঝে পাইনা খুজে প্রাণ।

তুমি দিলে অথৈ রতন না চাইতে আমি,
শুকরিয়া সব হে আমার রব দ্বীল অন্তর্যামী।
বিপদ এলে পাইনা যেন তুমি বীনে ভয়,
তোমার গুণে, নবীর শানে হয় যেন গো জয়!

হিংসা যেন না আসে মোর কারও সঙ্গে আর, কর্ম দানে আপন প্রাণে প্রার্থনা আমার।
আধাঁর ডুবা দ্বীনের আলো পথ হারানো মন, সঠিক পথে চলার সাহস দাও গো সেই সে ধন।

সত্য হাসুক কোমল প্রাণে ত্যাজে ভরা মন
ভ্রান্থপথে করি যেন মনের সাথে রণ
আপন লোভে কাঁদবেনা মন ত্যাগে হাসিমুখ
মিলেমিশে চলার পথে পাই যেনো গো সুখ

দুখির সেবাই থাকবো পাশে প্রাণে প্রাণ মিলে, অহংকার এর তফাৎ ভুলে দেয় হৃদয় খুলে।
প্রার্থনা এই কবুল করো ওহে দয়াময়
তোমার রহমত দানে মোদের করো পূণ্যময়।







মোদের কর পূণ্যময়

কি আছে লিখন

কি আছে এই কপালের লিখন
জানিনা ধৈর্যের কি হবে ফলন
শুধু জানি দয়াল তোমার ভরসা নিয়ে
চলেছি এই পথ,
তোমার দয়া দানে হবেই, হবে-গো পূর্ণ আমার মনোরথ।

যা কিছু করার খুলে দিও পথ
বাধাঁ ভয় দূরে ঠেলে একমত
আমার হবে জয় সকল আধাঁর কেটে হয়ে যাবে সকাল,
থাকবেনা কোন দুঃখ বেদনা কেটে যাবে বিষাদের অকাল।

আশার বুকে ভালোবাসা সাজিয়ে
এ পৃথিবীটা যাবো আমি রাঙিয়ে
এ বিশ্বাস আমার শক্তি, নিঃশ্বাস আমার মুক্তি দেখিয়ে যাবো,
তুমি যদি সহায় থাকো প্রভু করিনাকো ভয় কিছু খারাবো।

শুভেচ্ছা বার্তা

আসসালামু আলাইকুম.. মহান আল্লাহর রহমতে অনেক প্রতীক্ষার পর ।সাহিত্য পাতার ব্লগ সাইট আপনাদের সামনে নিয়ে আসতে পেরে অত্যান্ত আনন্দিত ও প্রসন্ন। আপনাদের সমর্থন ভালোবাসা পেলে আশা করি আপনাদের সাথে থেকে, সাহিত্যের রস-জ্ঞান -আহরণ করতে পারব ইনশাআল্লাহ। সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started