
কি আছে এই কপালের লিখন
জানিনা ধৈর্যের কি হবে ফলন
শুধু জানি দয়াল তোমার ভরসা নিয়ে
চলেছি এই পথ,
তোমার দয়া দানে হবেই, হবে-গো পূর্ণ আমার মনোরথ।
যা কিছু করার খুলে দিও পথ
বাধাঁ ভয় দূরে ঠেলে একমত
আমার হবে জয় সকল আধাঁর কেটে হয়ে যাবে সকাল,
থাকবেনা কোন দুঃখ বেদনা কেটে যাবে বিষাদের অকাল।
আশার বুকে ভালোবাসা সাজিয়ে
এ পৃথিবীটা যাবো আমি রাঙিয়ে
এ বিশ্বাস আমার শক্তি, নিঃশ্বাস আমার মুক্তি দেখিয়ে যাবো,
তুমি যদি সহায় থাকো প্রভু করিনাকো ভয় কিছু খারাবো।

Leave a comment