মোদের কর পূণ্যময়
ইবনে মনির হোসেন
রাব্বি, জিদনি, ইলমা, আল্লাহ তুমি মেহেরবান,
শিক্ষা, শক্তি, সুস্বাস্থ্য জ্ঞান, আমায় কর দান।
তোমার দয়া বীনে যেন আমি পেরেশান,
আমি যেন আমার মাঝে পাইনা খুজে প্রাণ।
তুমি দিলে অথৈ রতন না চাইতে আমি,
শুকরিয়া সব হে আমার রব দ্বীল অন্তর্যামী।
বিপদ এলে পাইনা যেন তুমি বীনে ভয়,
তোমার গুণে, নবীর শানে হয় যেন গো জয়!
হিংসা যেন না আসে মোর কারও সঙ্গে আর, কর্ম দানে আপন প্রাণে প্রার্থনা আমার।
আধাঁর ডুবা দ্বীনের আলো পথ হারানো মন, সঠিক পথে চলার সাহস দাও গো সেই সে ধন।
সত্য হাসুক কোমল প্রাণে ত্যাজে ভরা মন
ভ্রান্থপথে করি যেন মনের সাথে রণ
আপন লোভে কাঁদবেনা মন ত্যাগে হাসিমুখ
মিলেমিশে চলার পথে পাই যেনো গো সুখ
দুখির সেবাই থাকবো পাশে প্রাণে প্রাণ মিলে, অহংকার এর তফাৎ ভুলে দেয় হৃদয় খুলে।
প্রার্থনা এই কবুল করো ওহে দয়াময়
তোমার রহমত দানে মোদের করো পূণ্যময়।


Leave a comment