বর্ষার স্মৃতির ডায়েরি

বর্ষার স্মৃতির ডায়েরি
ইবনে মনির হোসেন

তিরিশ বছর পার করেছি
মাগো তোমার কোলে,
সবুজ শ্যামল আঁচল তলে
চলেছি প্রাণ খুলে।

আজকে আমি দূর প্রবাসে
খুজি তোমার রঙে,
ছয়টি ঋতুর পাইনি গো স্বাদ
যেমন ছিলাম বঙ্গে।

গ্রীষ্ম গেল  বর্ষা এলো
করছে মেঘের খেলা
মাঠে-ঘাটে জোয়ার এলো
টাপুর টুপুর মেলা।

কেমন সাজল সকাল বেলা
কেমন রঙ্গের বিকাল
দেখতে বড় ইচ্ছে জাগে
করছি বসে খেয়াল।

নতুন জলে নতুন মাছে
করছে কেমন খেলা
মাঠের জলে শাপলা ফুলে
কাটাই কেমন বেলা।

মাঝির গানে পালের নায়ে
সুর উঠেছে কেমন
নদীর বুকে ভরা জলে
সাঁতার কাটে এই মন।

কলাপাতার বেড়ি জালে
চান্দা বৈচা মাছে
ধরল কেমন মজার ছেলে
কলার ভেলা আছে।

দেখতে বড় ইচ্ছে করে
কান পেতে সুর খুঁজি
টিনের চালে নাচ্ছে কেমন
বৃষ্টির নূপুর বুঝি।

ছাতা মাথায় কাদা-জলে
চলতে গিয়ে পথে
পিছলে গিয়ে চিটাং পটাং
হাসলে কোন সে মতে।

সারাবেলা মেঘের খেলা
বৃষ্টি ভেজা বেলা
কদম ফুলের ফুটল হাসি
হিজল ফুলের মেলা।

জৈষ্ঠ কেমন দিয়ে গেল
আষাঢ় মাসের থলে
আম কাঁঠালের জামের রসে
যাও না একটু বলে।

রস সোয়ারি লিচুর রসে
কেমন আছো তোমরা
শুভ হোক আষাঢ় ভেলা
আসছি ফিরে আমরা…!

Create a free website or blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started