
শান্তি চাই যুদ্ধ নয়
কথায়: ইবনে মনির হোসেন
চাইনা যুদ্ধ চাইনা সংঘাত
চাই একতা শান্তি
এসো সমৃদ্ধির পথে যায়
ভেঙ্গে ভুল-ভ্রান্তি
চেয়ে দেখো কাঁদছে শিশু
দিকে দিকে আগুন
ছোট ছোট ভুলে জ্বলে
রাঙ্গা হাসির ফাগুন।
কি পেয়েছ বুলেট বোমায়
কি হয়েছে ভালো
দিকে দিকে যুদ্ধনীতি
স্বার্থনেশি কালো
পুড়ছে নগর পুড়ছে মানুষ
বিভীষিকা মনে
বাহাদুরি দেখতে গিয়ে
সভ্য মানুষ বনে।
হিরোশিমা কি দেখেছে
ইরাক সিরিয়া ঐ
লিবিয়াতে কি পেয়েছে
তার যুদ্ধ গেল কই
ফিলিস্তিনে জ্বলছে আগুন
দেখছে নিরব মানব
শান্তির নামে কেউ এলোনা
লড়াই করা দানব
ইউক্রেন আর রাশিয়া দেখো
কাঁদছে ধ্বংস ভয়ে
বিশ্বজুড়ে বাড়ছে হতাশ
খাদ্য সংকট লয়ে

পায়ে পাড়া দিয়ে গায়ে
দিচ্ছে হাতছানি ঐ
মায়ানমারের আগুন নিয়ে
বঙ্গমায়ের হয় ভয়
জ্বালানিতে ঘাটতি দেখে
লড়াই দিকে দিকে
মানবতা শান্তি নেই আর
সবুজ হাসি ফিকে
ধৈর্য যেন আগুন শিখা
আধুনিক এই যুগে
উন্নয়নে পথে হেঁটে
অসহায়ে ভোগে।
এসব যদি চলতে থাকে
স্বার্থ, লড়াই, হানা
পৃথিবীটা ধ্বংস হবে
মানব সভ্য জানা
এসো যায় ইনসাফের পথে
হিংসা লড়াই ভুলে
এসো শান্তির মিলন পথে
সভ্য হৃদয় খুলে।

Leave a comment