আশার ভেলা

আশা যেমন বাঁচতে শেখায়,
তেমনি আশাহত সময় কে করে তুলে দুর্বিসহ যন্ত্রনা!
আশানাশে আমার বসবাস নিশিদিন কাতর।
তবু ভোরের মতো প্রত্যাশার রবি জাগায় মনে।
মেঘ কেটে যাবে আধাঁর দূর করে হাসব বলে।

বিশ্বাস ভক্তিপূর্ণ মনে ভাবি, আমার প্রভু আমাকে নিজ কর্মের উত্তম প্রতিদান দিবেন, দুনিয়ার কেউ ভালো ও সততার কর্মের মূল্য বুঝুক আর নাইবা বুঝুক। এমন ভালো অনেক কিছুই পেয়েছি যা পাওয়ার কথা কখনো ভাবিনী। এমন ভালো কিছু পেয়ে হয়তো আমি এর সঠিক যত্ন দিয়ে পারিনি যা আবার হারিয়েছি।

আমি যেমন পাওয়ার সুখে আত্মতৃপ্ত, তেমনি হারানো শোকে মনোতপ্ত। আমি বিশ্বাস করি আমি আমার ভুল শুধরাতে পারলে আবার এমন মহৎ ও বিহত কিছু পাবো যা কখনো আমি ভাবতে পারেনি। আমার প্রভু অসীম বিহৎ যার সমকক্ষ আর কিছুই হতে পারেনা।

আমি অহংকার ও গর্ব করি, আমি এমন একজন প্রভুর সৃষ্টি সর্বোত্তম পথে আছি। তার পছন্দনীয় বন্ধুর আদেশ নিষেধ বোঝার সঠিক জ্ঞান দিয়েছেন।  যার তুলনা দুনিয়ার কিছুতে হয়না। আমি নিজকে ধন্য তখনি ভাবি যখন সঠিক সময়ে তাঁর দরবারে মাথানত করে শুকরিয়া আদায় করতে পারি।

আশাহত আমাকে বিষিয়ে তুলে, যেন আমি পিছু না হাঁটি সেই প্রার্থনা করি সতত। আমাকে সেই শক্তি ও জ্ঞান দাও হে, প্রভু। আমি যেন নিজকে পবিত্র আলোয় আলোকিত করতে পারি। তোমার সুগভির সৌন্দর্য থেকে বন্চিত করোনা।

Leave a comment

Create a free website or blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started