
সবুজ পাতার ঘোমটা দেওয়া
হলদে ফুলের বন,
আমি এখন প্রবাস দেশে
কাঁদছে আমার মন।
মনটা আমার খুঁজে বেড়ায়
সকাল দুপুর সাঝ,
জন্মভূমি মায়ের কাছে
যতই থাকুক কাজ।
মায়ের হাসি দোয়েল কোয়েল
ধানশালিকের মাঠ,
তিতাস নদের তীরে বসে
করছি যেনো পাঠ।

মাঝির নায়ে ভাসছি আমি
আসছি ফিরে এই,
ভাটির গানে দুলছে এ মন
ভাবতে দারুণ সেই।
কেমন আছো বন্ধু-স্বজন
কাব্য দলের টান,
বাজাও কেমন আপন সুরে
মায়ের ভাষার গান।
ফাগুন এলো আমের বনে
কাঠাল ফুলের তল
কোকিল কেমন গান শুনাল
শুনলে কেমন বল।
শুনতে আমার মন উড়ে যায়
প্রজাপতির ছল,
তবু যে হায় উদাস পাখী
পায়না খোঁজে বল্।

তোমার মতো এমন হাসি
পাইনি খুঁজে আর,
ভোর বিহানে মোরগ ডাকে
শুনতে চমৎকার।
একলা আমি একলা মাগো
যতই চেনা হয়,
তোমার কোলে থাকতে যেমন
এমন কেহ নয়।
সবাই ছুটে আপন পথে
কেউ-তো কারো নয়,
তবও অনেক চেষ্টা করে
আপন টেনে লয়।
ইচ্ছে করে ছুটে বেড়ায়
কাঁচা মাটির পথ,
মাটিতো নেই শুধুই পাথর
কঠিন মনোরথ।
সত্যি করে বলছি মিথ্যে
ভালো আছি বেশ
মাতৃভূমি মাগো তুমি
ভালো থেকো দেশ।
ভালো থেকো আকাশ নদী
ভালো থেকো ফুল,
ভালো থেকো মাঠ ও মাটি
ভালো থেকো মূল।
