ভালো থেকো দেশ

কুয়াশাঢাকা হেমন্তের সকাল ব্রাহ্মণবাড়িয়া হাবলাউচ্চ

সবুজ পাতার ঘোমটা দেওয়া
হলদে ফুলের বন,
আমি এখন প্রবাস দেশে
কাঁদছে আমার মন।

মনটা আমার খুঁজে বেড়ায়
সকাল দুপুর সাঝ,
জন্মভূমি মায়ের কাছে
যতই থাকুক কাজ।

মায়ের হাসি দোয়েল কোয়েল
ধানশালিকের মাঠ,
তিতাস নদের তীরে বসে
করছি যেনো পাঠ।

মাঝির নায়ে ভাসছি আমি
আসছি ফিরে এই,
ভাটির গানে দুলছে এ মন
ভাবতে দারুণ সেই।

কেমন আছো বন্ধু-স্বজন
কাব্য দলের টান,
বাজাও কেমন আপন সুরে
মায়ের ভাষার গান।

ফাগুন এলো আমের বনে
কাঠাল ফুলের তল
কোকিল কেমন গান শুনাল
শুনলে কেমন বল।

শুনতে আমার মন উড়ে যায়
প্রজাপতির ছল,
তবু যে হায় উদাস পাখী
পায়না খোঁজে বল্।

তোমার মতো এমন হাসি
পাইনি খুঁজে আর,
ভোর বিহানে মোরগ ডাকে
শুনতে চমৎকার।

একলা আমি একলা মাগো
যতই চেনা হয়,
তোমার কোলে থাকতে যেমন
এমন কেহ নয়।

সবাই ছুটে আপন পথে
কেউ-তো কারো নয়,
তবও অনেক চেষ্টা করে
আপন টেনে লয়।

ইচ্ছে করে ছুটে বেড়ায়
কাঁচা মাটির পথ,
মাটিতো নেই শুধুই পাথর
কঠিন মনোরথ।

সত্যি করে বলছি মিথ্যে
ভালো আছি বেশ
মাতৃভূমি মাগো তুমি
ভালো থেকো দেশ।

ভালো থেকো আকাশ নদী
ভালো থেকো ফুল,
ভালো থেকো মাঠ ও মাটি
ভালো থেকো মূল।

আমি উচ্ছল

হুতাশীর চোখে আমি হুতাশন
কুমারীর বুকে প্রেম উদ্দাম!
বন্ধন হারা নয়নে অগ্নি আমি উজ্জল।
আমি বসুধার বুকের সবুজের হাসি
ছুটে চলা নদীর উন্মাদ ঊর্মি
ভেঙ্গে চলা খুলিয়া বাঁধ।

আমি কিশোর মেয়ের কাঁকন চুড়ির ঝনঝন
কুমারীর বেণীতে ফুল প্রাণ-খোলা বন্ধন
আমি যৌবনের অরুণ রৌদ্র তরুণ
আমি দক্ষিণা বায়ু পাতালের মাতাল
শ‍্যামল কবির পথিক মায়া।

জেগে ওঠার রণ

জেগে ওঠার রণ

”বেজে উঠল কি সময়ের ঘড়ি  
এসো আজি তবে বিদ্রোহ করি”
এসো আজি নিজের জন্য লড়ি
জাগায় ভোরের রবি।

আঁধারে আজি নাহি কোনো ভয়!
আমরা আনিব সত্যের বিজয়,
এসো সত্য জয়ের করি প্রত্যয়
রাঙা দিনের ছবি।

তীর ভাঙা ঐ ঢেউয়ের ফণা তুলে,
আঘাত হানো অকল্যাণের মূলে!
পিছু ফেরার নাইরে সময় ভুলে
আয়রে হৃদয় খুলে।

জাগো অসহায় জাগো দূর্বল দল
ঘুমের ঘরে শোষণ করে যে ছল
ভেঙে ফেলো উপরে ফেলো বল
বদ্ধ দুয়ার খুলে।

জ্বলুক আগুন উঠুক তুফান গুর্ণি,
মানবোনা বাঁধা সব করব চূর্ণি
রুখব এবার যত সবি দূর্নি
কোথায় ওরে নবীন।

আজি নাহি কোন শৃঙ্খলা সীমা
এ লড়াই মুক্তির শুদ্ধ ধা মা মা
রাঙা চোখে নও প্রসন্নে ক্ষমা
মুক্তির নিশান দূর্বীন।

দিকে দিকে আয়রে ছুটে যতো
বসে থাকার নাইরে সময় ক্ষতো
বেপরোয়াদের আগুনের মতো
আয়রে আমরা লড়ি,
মুক্তির বিদ্রোহ করি।

কথায়: ইবনে মনির

সাম্যবাদি কবি সুকান্ত ভট্টাচার্য’র  কবির বিদ্রোহী গানের ঘুম নেই কবিতাটি থেকে প্রথম দুটি লাইন রেখে সাজানো হল কবিতা।      


Create a free website or blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started