ভালো থেকো দেশ

কুয়াশাঢাকা হেমন্তের সকাল ব্রাহ্মণবাড়িয়া হাবলাউচ্চ

সবুজ পাতার ঘোমটা দেওয়া
হলদে ফুলের বন,
আমি এখন প্রবাস দেশে
কাঁদছে আমার মন।

মনটা আমার খুঁজে বেড়ায়
সকাল দুপুর সাঝ,
জন্মভূমি মায়ের কাছে
যতই থাকুক কাজ।

মায়ের হাসি দোয়েল কোয়েল
ধানশালিকের মাঠ,
তিতাস নদের তীরে বসে
করছি যেনো পাঠ।

মাঝির নায়ে ভাসছি আমি
আসছি ফিরে এই,
ভাটির গানে দুলছে এ মন
ভাবতে দারুণ সেই।

কেমন আছো বন্ধু-স্বজন
কাব্য দলের টান,
বাজাও কেমন আপন সুরে
মায়ের ভাষার গান।

ফাগুন এলো আমের বনে
কাঠাল ফুলের তল
কোকিল কেমন গান শুনাল
শুনলে কেমন বল।

শুনতে আমার মন উড়ে যায়
প্রজাপতির ছল,
তবু যে হায় উদাস পাখী
পায়না খোঁজে বল্।

তোমার মতো এমন হাসি
পাইনি খুঁজে আর,
ভোর বিহানে মোরগ ডাকে
শুনতে চমৎকার।

একলা আমি একলা মাগো
যতই চেনা হয়,
তোমার কোলে থাকতে যেমন
এমন কেহ নয়।

সবাই ছুটে আপন পথে
কেউ-তো কারো নয়,
তবও অনেক চেষ্টা করে
আপন টেনে লয়।

ইচ্ছে করে ছুটে বেড়ায়
কাঁচা মাটির পথ,
মাটিতো নেই শুধুই পাথর
কঠিন মনোরথ।

সত্যি করে বলছি মিথ্যে
ভালো আছি বেশ
মাতৃভূমি মাগো তুমি
ভালো থেকো দেশ।

ভালো থেকো আকাশ নদী
ভালো থেকো ফুল,
ভালো থেকো মাঠ ও মাটি
ভালো থেকো মূল।

শান্তি চাই যুদ্ধ নয়

শান্তি চাই যুদ্ধ নয়

শান্তি চাই যুদ্ধ নয়
কথায়: ইবনে মনির হোসেন

চাইনা যুদ্ধ চাইনা সংঘাত
চাই একতা শান্তি
এসো সমৃদ্ধির পথে যায়
ভেঙ্গে ভুল-ভ্রান্তি

চেয়ে দেখো কাঁদছে শিশু
দিকে দিকে আগুন
ছোট ছোট ভুলে জ্বলে
রাঙ্গা হাসির ফাগুন।

কি পেয়েছ বুলেট বোমায়
কি হয়েছে  ভালো
দিকে দিকে যুদ্ধনীতি
স্বার্থনেশি কালো

পুড়ছে নগর পুড়ছে মানুষ
বিভীষিকা মনে
বাহাদুরি দেখতে গিয়ে
সভ্য মানুষ বনে।

হিরোশিমা কি দেখেছে
ইরাক সিরিয়া ঐ
লিবিয়াতে কি পেয়েছে
তার যুদ্ধ গেল কই

ফিলিস্তিনে জ্বলছে আগুন
দেখছে নিরব মানব
শান্তির নামে কেউ এলোনা
লড়াই করা দানব

ইউক্রেন আর রাশিয়া দেখো
কাঁদছে ধ্বংস ভয়ে
বিশ্বজুড়ে বাড়ছে হতাশ
খাদ্য সংকট লয়ে

পায়ে পাড়া দিয়ে গায়ে
দিচ্ছে হাতছানি ঐ
মায়ানমারের আগুন নিয়ে
বঙ্গমায়ের হয় ভয়

জ্বালানিতে ঘাটতি দেখে
লড়াই দিকে দিকে
মানবতা শান্তি নেই আর
সবুজ হাসি ফিকে

ধৈর্য যেন আগুন শিখা
আধুনিক এই যুগে
উন্নয়নে পথে  হেঁটে
অসহায়ে ভোগে।

এসব যদি চলতে থাকে
স্বার্থ, লড়াই, হানা
পৃথিবীটা ধ্বংস হবে
মানব সভ্য জানা

এসো যায় ইনসাফের পথে
হিংসা লড়াই ভুলে
এসো শান্তির মিলন পথে
সভ্য হৃদয় খুলে।





মোদের কর পূণ্যময়

       মোদের কর পূণ্যময়
       ইবনে মনির হোসেন

রাব্বি, জিদনি, ইলমা, আল্লাহ তুমি মেহেরবান,
শিক্ষা, শক্তি, সুস্বাস্থ্য জ্ঞান, আমায় কর দান।
তোমার দয়া বীনে যেন আমি পেরেশান,
আমি যেন আমার মাঝে পাইনা খুজে প্রাণ।

তুমি দিলে অথৈ রতন না চাইতে আমি,
শুকরিয়া সব হে আমার রব দ্বীল অন্তর্যামী।
বিপদ এলে পাইনা যেন তুমি বীনে ভয়,
তোমার গুণে, নবীর শানে হয় যেন গো জয়!

হিংসা যেন না আসে মোর কারও সঙ্গে আর, কর্ম দানে আপন প্রাণে প্রার্থনা আমার।
আধাঁর ডুবা দ্বীনের আলো পথ হারানো মন, সঠিক পথে চলার সাহস দাও গো সেই সে ধন।

সত্য হাসুক কোমল প্রাণে ত্যাজে ভরা মন
ভ্রান্থপথে করি যেন মনের সাথে রণ
আপন লোভে কাঁদবেনা মন ত্যাগে হাসিমুখ
মিলেমিশে চলার পথে পাই যেনো গো সুখ

দুখির সেবাই থাকবো পাশে প্রাণে প্রাণ মিলে, অহংকার এর তফাৎ ভুলে দেয় হৃদয় খুলে।
প্রার্থনা এই কবুল করো ওহে দয়াময়
তোমার রহমত দানে মোদের করো পূণ্যময়।







মোদের কর পূণ্যময়

কি আছে লিখন

কি আছে এই কপালের লিখন
জানিনা ধৈর্যের কি হবে ফলন
শুধু জানি দয়াল তোমার ভরসা নিয়ে
চলেছি এই পথ,
তোমার দয়া দানে হবেই, হবে-গো পূর্ণ আমার মনোরথ।

যা কিছু করার খুলে দিও পথ
বাধাঁ ভয় দূরে ঠেলে একমত
আমার হবে জয় সকল আধাঁর কেটে হয়ে যাবে সকাল,
থাকবেনা কোন দুঃখ বেদনা কেটে যাবে বিষাদের অকাল।

আশার বুকে ভালোবাসা সাজিয়ে
এ পৃথিবীটা যাবো আমি রাঙিয়ে
এ বিশ্বাস আমার শক্তি, নিঃশ্বাস আমার মুক্তি দেখিয়ে যাবো,
তুমি যদি সহায় থাকো প্রভু করিনাকো ভয় কিছু খারাবো।

Create a free website or blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started