জেগে ওঠার রণ

জেগে ওঠার রণ

”বেজে উঠল কি সময়ের ঘড়ি  
এসো আজি তবে বিদ্রোহ করি”
এসো আজি নিজের জন্য লড়ি
জাগায় ভোরের রবি।

আঁধারে আজি নাহি কোনো ভয়!
আমরা আনিব সত্যের বিজয়,
এসো সত্য জয়ের করি প্রত্যয়
রাঙা দিনের ছবি।

তীর ভাঙা ঐ ঢেউয়ের ফণা তুলে,
আঘাত হানো অকল্যাণের মূলে!
পিছু ফেরার নাইরে সময় ভুলে
আয়রে হৃদয় খুলে।

জাগো অসহায় জাগো দূর্বল দল
ঘুমের ঘরে শোষণ করে যে ছল
ভেঙে ফেলো উপরে ফেলো বল
বদ্ধ দুয়ার খুলে।

জ্বলুক আগুন উঠুক তুফান গুর্ণি,
মানবোনা বাঁধা সব করব চূর্ণি
রুখব এবার যত সবি দূর্নি
কোথায় ওরে নবীন।

আজি নাহি কোন শৃঙ্খলা সীমা
এ লড়াই মুক্তির শুদ্ধ ধা মা মা
রাঙা চোখে নও প্রসন্নে ক্ষমা
মুক্তির নিশান দূর্বীন।

দিকে দিকে আয়রে ছুটে যতো
বসে থাকার নাইরে সময় ক্ষতো
বেপরোয়াদের আগুনের মতো
আয়রে আমরা লড়ি,
মুক্তির বিদ্রোহ করি।

কথায়: ইবনে মনির

সাম্যবাদি কবি সুকান্ত ভট্টাচার্য’র  কবির বিদ্রোহী গানের ঘুম নেই কবিতাটি থেকে প্রথম দুটি লাইন রেখে সাজানো হল কবিতা।      


Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started