হুতাশীর চোখে আমি হুতাশন
কুমারীর বুকে প্রেম উদ্দাম!
বন্ধন হারা নয়নে অগ্নি আমি উজ্জল।
আমি বসুধার বুকের সবুজের হাসি
ছুটে চলা নদীর উন্মাদ ঊর্মি
ভেঙ্গে চলা খুলিয়া বাঁধ।

আমি কিশোর মেয়ের কাঁকন চুড়ির ঝনঝন
কুমারীর বেণীতে ফুল প্রাণ-খোলা বন্ধন
আমি যৌবনের অরুণ রৌদ্র তরুণ
আমি দক্ষিণা বায়ু পাতালের মাতাল
শ্যামল কবির পথিক মায়া।

Leave a comment